Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পিএম

কিশোরগঞ্জে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জে জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি ঔষধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) কিশোরগঞ্জ সেনাক্যাম্পে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে সকাল থেকে দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, সিভিল সার্জন ডা: শুভ চন্দ্র দেবসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। সকালে ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন,

১৯ পদাতিক ডিভিশনের ২৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেঃ কর্নেল শাফাত আহমেদ।

ময়মনসিংহ সিএমএইচ ও কিশোরগঞ্জের মেডিসিন, গাইনী ও চর্মরোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় প্রায় হাজারো আগত রোগীদের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিতভাবে এ ধরনের মানবিক, চিকিৎসা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। কিশোরগঞ্জে এই বিশেষ চিকিৎসা ক্যাম্প সেই ধারাবাহিকতারই অংশ। এই ক্যাম্পে চিকিৎসা নিতে বিভিন্ন এলাকা থেকে মানুষ সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন। কিশোরগঞ্জ সেনাক্যাম্পে তখন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। চিকিৎসাসেবা নেওয়া অনেকে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক এবং আশার প্রদীপ।

৬০ বছরের আলিয়া বেগম নামের এক বৃদ্ধা বলেন, আমরার অসুক বিসুকে হাসপাতালে যাইতে পারি না, টেহা পয়সা নাই। আজকে আমরারে সেনা বাহিনীরা ওষুদ দিতাছে, টাকা নেয় না। আমার বুকে বেদনা, ওয়াস ছারতে কষ্ট অয়। আমারে দেইখ্যা ওষুদ দিছে। এরার ওছিলায় আমি ভালো অইয়া দোয়া করবাম। আল্লায় সেনা বাহিনীদের ভালো রাখবো।'

আরেক বৃদ্ধা কমলা বানু বলেন, পুতের কাম নাই, খাওনেরও অভাব। সরকার খাওন দিলে উপকার অইতো। নাতির জ্বর কাশ এহেনে নিয়ে এইছি সেনাবাহিনীর ডাক্তার দেহাইয়া ওষুদ নিলাম। আমি শইল বেতার ওষুদ নিলাম। টেহা লাগে নাই।

রিকশা চালক কবির মিয়া বলেন, যে টেহার কাম করি অসুক অইলে হাসপাতালে যাওন যায় না।আজকে সেনাবাহিনী ডাক্তার আমারে ওষুধও দিতাছে। আমি শইলে জোড়বল পাই না। মাথা ঘোরায়। এর লইগা ওষুধ নিতে আইছি। এমনভাবে তাদের দুঃখ কষ্টের কথা জানান। দুঃখী এই মানুষগুলার পাশে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক সহায়তা দাঁড়ানোর কারণে সেনাবাহিনীর প্রতি খুশি সুবিধা বঞ্চিত মানুষ গুলো।

স্থানীয় বাসিন্দারাও সেনাবাহিনীর এই মহতী আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এটি শুধু চিকিৎসাসেবা নয়, বরং একটি মানবিক সম্পর্কের সেতুবন্ধন, যা সেনাবাহিনী ও সাধারণ জনগণের মাঝে আস্থা ও সৌহার্দ্য তৈরি করে।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, জনগণকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যাতে করে আর্থিকভাবে অস্বচ্ছল বা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষজন উপকৃত হতে পারেন। স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, এমন আয়োজনে এলাকার দরিদ্রঅসহায় মানুষ বিনামূল্যে বিশেষ চিকিৎসকদের সেবা পেয়ে উপকৃত হয়েছে

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন