স্কুল থেকে ফেরার পথে শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গণপিটুনি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ পিএম
প্রতীকী ছবি
মাদারীপুরের শিবচরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে গিয়ে প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশু ছাত্রীকে ধর্ষণ করেছে মিঠুন মজুমদার (২৫) নামে যুবক। এ ঘটনায় সোমবার (৮ ডিসেম্বর) রাতে শিশুটির বাবা বাদী হয়ে জেলার শিবচর থানায় একটি মামলা করেছেন।
ভুক্তভোগী ওই শিশুর বয়স মাত্র ৬ বছর। তাকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত মিঠুনকে গ্রেপ্তার করে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে মাদারীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল শিশুটি। এ সময় মিঠুন মজুমদার (২৫) তাকে একা পেয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে যান। পরে নিজের ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে এবং বিকেলে ছেড়ে দেয়। শিশুটি বাড়িতে ফিরে এলে তার শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পারেন। এরপর শিশুটির কাছে ঘটনা শুনে তাকে দ্রুত চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত মিঠুনকে গণধোলাই দেন এলাকাবাসী। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মাদারীপুরের শিবচর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। ওই শিশু বর্তমানে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।



