নরসিংদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি :
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
নরসিংদীর মাধবদী থেকে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার (৭ ডিসেম্বর) সন্ধায় সদর উপজেলার মাধবদীর দক্ষিণ দাউদপুর এলাকা ও কুড়েরপাড় এলাকার বড় মসজিদের উত্তরপাশ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
নরসিংদী ডিবি পুলিশের ওসি মো. আবুল কায়েস আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার মাধবদীর দক্ষিণ দাউদপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. মোন্তাজ উদ্দিন মোল্লা (৪৮) এবং কুড়েরপাড় এলাকার মৃত আনিছ উল্লাহর ছেলে মো. সাগর (৩৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধায় ডিবি পুলিশের টিম পৃথক অভিযানে মাধবদীর দক্ষিণ দাউদপুর এলাকার সিবিসি টাইলস ফ্যাক্টরির গোডাউনের পিছন থেকে ১৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ ম.: মোন্তাজ মেল্লা ও কুড়েরপাড় এলাকার বড় মসজিদের ১০০গজ উত্তর পাশের ফাকা জায়গা থেকে ৩৩পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাগরকে গ্রেফতার করে। উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মাধবদী থানায় এজহার দায়ের করা হয়েছে।
নরসিংদী ডিবি পুলিশের ওসি মো. আবুল কায়েস আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিম মাধবদীতে পৃথক অভিযানে ১৬৬পিস ইয়াবা ট্যাবলেটনহ দুই মাকদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এব্যাপারে মাদকদ্রব্য আইনে মাধবদী থানায় এজহার দায়ের করা হয়েছে। মাদক বিরুধী অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।



