Logo
Logo
×

সারাদেশ

পুলিশ হেফাজতে চিকিৎসাধিন ইউপি সদস্যের মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম

পুলিশ হেফাজতে চিকিৎসাধিন ইউপি সদস্যের মৃত্যু

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম (৩৬) পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার সকাল সাড়ে ৭ টায় কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর।

রেজাউল করিম প্রকাশ রেজা হ্নীলা দরগাহপাড়া মৃত আবুল কাশেমের পুত্র ও টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

ওসি জানান, আলোচিত ইউনুস মেম্বার হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি রেজাউল করিমকে গত ৪ ডিসেম্বর দুপুরে কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতাল থেকে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আটক করে। তাকে পুলিশের কাছে দেয়ার পর জানা গেছে রেজাউল করিম শ্বাসকষ্ট সহ  তার হার্টের সমস্যা এবং বুকে ব্যাথা নিয়ে ইউনিয়ন হাসপাতালে চিকিৎসা গ্রহনের জন্য গিয়েছিল। তাকে পুলিশ হেফাজতে ইউনিয়ন হাসপাতালে চিকিৎসা প্রদানকালে চিকিৎসকরা রেজাউল করিমকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার্ড করে। পরবর্তীতে উক্ত আসামি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মৃত্যুবরণ করেন।

তিনি জানান, রেজাউল করিমের বিরুদ্ধে টেকনাফ থানায় ১টি অপহরণপূর্বক হত্যা মামলা, ১টি অস্ত্র মামলা, ১টি নাশকতার মামলা, ২টি মাদক মামলা, ১টি নারী ও শিশু নির্যাতন আইনের অপহরণ মামলা এবং ৭টি মারামারির মামলাসহ সর্বমোট ১৩টি মামলা রয়েছে। বর্তমানে রেজাউল করিম মেম্বারের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে আছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর স্থানীয় মো. আলমের দক্ষিণ ফুলের ডেইল বাড়িতে মো. ইউনূস মেম্বারসহ আরো ১০ থেকে ১১ জন দাওয়াত খেতে যায়। দাওয়াত খাওয়া অবস্থায় একপর্যায়ে পূর্ব বিরোধীতার জের ধরে উপস্থিত সদস্যরা ইউনুস আটকে রেখে তার পরিবারের সাথে যোগাযোগ করে ৬০-৭০ লক্ষ টাকা দাবি করে। ৫ নভেম্বর সকালে ভিকটিমকে খুঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় সড়কের ব্রিজের নিচে তার মৃতদেহ খুঁজে পায়। পরে ৬ নভেম্বর ভিকটিমের স্ত্রী বাদী হয়ে নামীয় ৮ জন এবং অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় রেজাউল করিমকেও আসামি করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন