Logo
Logo
×

সারাদেশ

যারা দ্রুত নির্বাচন চেয়েছিল তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : আবু হানিফ

Icon

কিশোরগঞ্জ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম

যারা দ্রুত নির্বাচন চেয়েছিল তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : আবু হানিফ

ছবি : সংগৃহীত

দেশের পরিস্থিতি স্থিতিশীল করার জন্য নির্বাচন জরুরি। কারণ গণতান্ত্রিক সরকার আসলে অনেক কিছুই নিয়ন্ত্রণে আসবে। জরুরি কোন পরিস্থিতি তৈরি না হলে আমরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই। একটা বিষয় আমরা খেয়াল করেছি,যারা দ্রুত নির্বাচন চেয়েছিল তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ মনোনীত কিশোরগঞ্জ-১ (সদর- হোসেনপুর) আসনের প্রার্থী দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

রবিবার (০৭ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরে আখড়া বাজার এলাকায় দলের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

এসময় আবু হানিফ বলেন, আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষ পরিবর্তন চায়, তারা আগামীতে তরুণদের সংসদে দেখতে চায়। মানুষ মনে করে স্বাধীনতার ৫৪ বছরে প্রবীণ রাজনীতিবিদরা অনেক জায়গায় ব্যর্থ, সেখানে তরুণদের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে। আগামীতে মানুষ তরুণদের সংসদে পাঠাবে। বিগত সময় যারাই সংসদে গেছে নিজেরা দূর্ণীতি, লুটপাট করেছে। গণঅভ্যুত্থানের পরও  গণঅধিকার পরিষদের নামে কোন চাঁদাবাজি দখলদারির অভিযোগ নাই। আমরা আশাকরি সুষ্ঠু ভোট হলে জনগণ নতুনদের বেছে নিবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ১৫ বছর যে লুটপাট, চাঁদাবাজি, দখলদারি করেছিল, তারা পালিয়ে গেলেও এই সিস্টেমের পরিবর্তন হয়নি।এখন অন্য দল চাঁদাবাজি দখলদারি করছে,মানুষ তাদের উপর বিরক্ত। একটা দল ক্ষমতায় যাওয়ার আগেই তাদের পতন চাচ্ছে জনগণ। জনগণ চাঁদাবাদ ও দখলদারদের বিরুদ্ধে আগামী তে ভোট দিবে।

আবু হানিফ আরও বলেন, জোটের বিষয়ে গণঅধিকার পরিষদের অবস্থান অনেক দলের সাথে আলোচনা চলছে, এখনও চূড়ান্ত হয়নি। আমরা আপাতত একক ভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন