ফরিদপুরে গাড়িচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ এএম
ছবি : সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাত ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা সুমন (২৫), ইমন (২২) ও মো. আশিক মোল্লা (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে ফরিদপুরমুখী লেনে চলার সময় একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই সুমন ও ইমন মারা যান। গুরুতর আহত অপর আরোহী আশিককে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মোটরসাইকেলটি থানায় জব্দ রাখা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনরা সকালে নিয়ে গেছেন। অজ্ঞাত যানবাহনটি শনাক্তে পুলিশ কাজ করছে এবং আইনি প্রক্রিয়া চলছে।



