রংপুরে নিজ বাড়িতে মিলল মুক্তিযোদ্ধা দম্পতির মরদেহ
রংপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম
রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুরে নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হয়েছেন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং তার স্ত্রী সুবর্ণা রায় (৬০)। শনিবার গভীর রাতে ঘটে এই হত্যাকাণ্ড, যা ভোরের নীরবতা ভেদ করে রোববার সকালে প্রতিবেশীদের চোখে ধরা পড়ে ভয়াবহ দৃশ্য হিসেবে।
সকালে ডাকাডাকিতে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা মই বেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। প্রধান ফটকের চাবি পেয়ে দরজা খুলে দেখা যায়, ডাইনিং রুমে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যোগেশ চন্দ্র রায়ের লাশ এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের নিথর দেহ।
প্রত্যক্ষদর্শী দীপক চন্দ্র রায় জানান, চার দশকেরও বেশি সময় ধরে তিনি মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের বাড়ি দেখাশোনা করেন। প্রতিদিন সকালে কাজের জন্য সেখানে গেলেও সেদিন সকাল ৭টা পর্যন্ত ঘর থেকে কেউ বের না হওয়ায় সন্দেহ হয়। পরে স্থানীয়দের নিয়ে ভেতরে ঢুকে দুইজনের লাশ দেখতে পান।
স্থানীয়রা জানান, যোগেশ চন্দ্র রায় ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার দুই ছেলে থাকেন বাইরে, ফলে দাম্পত্যজীবনের শান্ত ঘরেই থাকতেন শুধু তিনি এবং তার স্ত্রী।
খবর পেয়ে পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন এবং মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন ঘটনাস্থলে পৌঁছান। কমান্ডার আলী হোসেন বলেন, ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে, তা না হলে কঠোর আন্দোলনে নামবেন তারা।
তারাগঞ্জ থানার এসআই মো. আবু ছাইয়ুম জানান, দুজনের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা মিলেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।



