নির্বাচনে খালেদা জিয়ার অসুস্থতা কোনো প্রভাব ফেলবে না: ব্যারিস্টার খোকন
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২০ এএম
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং নোয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো সংকট তৈরি করবে না। তিনি বলেন, খালেদা জিয়া নিজেই চান নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হোক। তিনি সুস্থ হয়ে তার তিনটি আসনে জয় লাভ করবেন এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণায় নামবেন।
শনিবার রাতে সোনাইমুড়ীর মধ্য সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের সমর্থনে আয়োজিত কর্মিসভায় তিনি এসব মন্তব্য করেন।
ব্যারিস্টার খোকন বলেন, বিএনপি চায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। কিন্তু সরকারি চাকরিতে থেকেও যারা রাজনৈতিক পদ ধরে রেখেছেন, তাঁদের দিয়ে সেই নিরপেক্ষতা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি নির্বাচন কমিশনকে এসব ব্যক্তিকে দায়িত্ব না দেওয়ার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় কমিশনকে নিতে হবে।
কর্মিসভায় আরও বক্তব্য দেন সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, সদস্যসচিব সৈয়দ মাহবুবে রেজা রাব্বীসহ সহযোগী সংগঠনের নেতারা। শেষে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।



