Logo
Logo
×

সারাদেশ

পঞ্চগড়ে শীতের দাপট বাড়ছে

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ এএম

পঞ্চগড়ে শীতের দাপট বাড়ছে

পঞ্চগড়ে শীতের তীব্রতা প্রতিদিনই বাড়ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।

গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকলেও শনিবার (৬ ডিসেম্বর) ভোরে নতুন করে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা নেমে আসে ১১ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ, ফলে ভোর থেকেই ঠান্ডার মাত্রা বেড়ে যায় এবং স্থানীয়রা হাত–পা জমে আসার মতো শীত অনুভব করেন।

এর আগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। টানা তিন দিন ধরে (বুধবার থেকে শুক্রবার) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনগুলোকে দিনেও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, টানা কয়েকদিন ১২ ডিগ্রিতে থাকা তাপমাত্রা আজ আরও কমে ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। ডিসেম্বরের শুরুতেই তাপমাত্রার এই পতন সামনে শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন