Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত

Icon

‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

রূপগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাঞ্চন পৌর এলাকায় এ গণমিছিল অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ থানার বিভিন্ন এলাকার  নেতাকর্মীরা দলে দলে গণমিছিলে অংশ নেয়। 

‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঞ্চন পৌর শাখার আয়োজিত গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর মনোনীত নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ আনোয়ার হোসেন মোল্লা। 

গণমিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মোল্লা বলেন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে আমাকে বিজয়ী করলে রূপগঞ্জের যত বড় বড় সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করব। বিশেষ করে সন্ত্রাসীদের দমন করে হত্যাসহ সকল ধরনের অপরাধের বিচার নিশ্চিত করব। আমাদের রূপগঞ্জের স্থায়ী আদিবাসীদের কোনো প্রকার যাতে নির্যাতন না হয় সেদিকে খেয়াল রাখব। আদিবাসীদের অধিকার নিশ্চিতের জন্য সকল ধরনের ব্যবস্থা নেব।

‎কালাদী বালুর মাঠে গণমিছিল পূর্বক পথ সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কাঞ্চন পৌর শাখার  আমির অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আমজাদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শিক্ষা সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আলী খান, জেলা আইন সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসেন, জামায়াতে ইসলামী রূপগঞ্জ থানা দক্ষিণের আমির মাওলানা সাইফুল ইসলাম সিরাজী, উত্তরের আমির মাহফুজুল ইসলাম আব্দুল মজিদ, পশ্চিমের আমির মাওলানা ফারুক আহম্মেদ, জামায়াতে ইসলামীর কাঞ্চন পৌর শাখার  সেক্রেটারি নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌর ও ওয়ার্ডের নেতাকর্মীরা।‎

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন