Logo
Logo
×

সারাদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঐতিহাসিক শোলাকিয়া মাঠে দোয়া মাহফিল

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঐতিহাসিক শোলাকিয়া মাঠে দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে দিনব্যাপী কোরআন খতম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এ আয়োজন ঘিরে জনস্রোত তৈরি হয়। 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার আতিকুর রহমানের উদ্যোগে দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার সাধারণ মানুষ অংশ নেন। মাঠ ভরে ওঠে দোয়ার সুরে। আমিন, আমিন ধ্বনিতে মুহূর্তেই ঈদগাহ ময়দান এক আবেগঘন পরিবেশে পরিণত হয়।

আয়োজকদের মতে, দেশজুড়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যে প্রার্থনার ঢেউ তৈরি হয়েছে কিশোরগঞ্জের এই মাহফিল ছিল তারই এক প্রাণবন্ত প্রতিফলন। উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইসরায়িল মিঞা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন