সাবেক ইউপি সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউপি সদস্য আবু মুছা সরকার হত্যা মামলার প্রধান আসামি সাইম মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিরপুর মডেল থানাধীন আহমদ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাফবাদ গ্রামের মঙ্গল মিয়ার ছেলে সাইম (৩৫)।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল বলেন , ‘ হত্যা মামলার প্রধান আসামি হিসেবে চিহ্নিত সাইম মিয়া মিরপুরের আহমদ নগর এলাকায় অবস্থান করছে। এরপর এসআই (নিঃ) মোহাম্মদ কামাল হোসেন, এসআই (নিঃ) ফারুক আহাম্মদ ও সঙ্গীয় ফোর্সকে নিয়ে আমরা ঢাকার মিরপুর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করি। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর আসামিকে থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।



