কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ এএম
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে শাকিল আহমেদ নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত রবিবার বিকেল ৫টার দিকে প্রায় পাঁচশ মিটার ভেতরে ভারতীয় ভূখণ্ডে তিনি গুলিবিদ্ধ হন। নিহত শাকিল (১৮) কানাইঘাটের মমতাজগঞ্জ প্রান্তিছড়া এলাকার আব্দুর রউফের ছেলে।
জকিগঞ্জ ব্যাটালিয়নের বিজিবি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, শাকিল অবৈধভাবে ভারতীয় এলাকায় প্রবেশ করেছিলেন। সেখানে খাসিয়াদের ছোড়া গুলিতে তিনি আহত হন।
গুলিবিদ্ধ অবস্থায় তার সঙ্গীরা তাকে বাংলাদেশে ফিরিয়ে আনে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি আব্দুল আওয়াল। তিনি আরও জানান, শাকিলসহ কয়েকজন সুপারি সংগ্রহ ও পাচারের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিলেন।



