Logo
Logo
×

সারাদেশ

নাবিল হাইওয়ে হোটেলের সামনে ঝুঁকিপূর্ণ ইউটার্ন, দুর্ঘটনা রোধে দ্রুত পদক্ষেপের দাবি

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ এএম

নাবিল হাইওয়ে হোটেলের সামনে ঝুঁকিপূর্ণ ইউটার্ন, দুর্ঘটনা রোধে দ্রুত পদক্ষেপের দাবি

ছবি : যুগেরচিন্তা

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় নাবিল হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনের ইউটার্ন এখন যেন দুর্ঘটনার আরেক নাম। প্রতিদিনই এই স্থানে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী, রিকশা-ভ্যানচালক, মোটরসাইকেল আরোহীসহ সাধারণ যানবাহনগুলোকে।

সরেজমিনে দেখা যায়, নাবিল হাইওয়ের সামনে থাকা ইউটার্নটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হাইওয়ে সড়কের দ্রুতগতির কোচগুলো হঠাৎ করে ইউটার্ন নেওয়ায় পাশের গ্রামগুলোর মানুষজন রিকশাভ্যান বা মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হতে গিয়ে কয়েকবার পিছনে তাকালেও নিরাপত্তা নিশ্চিত করা যায় না। এর মধ্যেই ঘটে দুর্ঘটনা।

কিছুদিন আগে সেনাবাহিনীর একজন সদস্য রাস্তা পারাপারের সময় এই ইউটার্নে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান। এরপরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বুধবার(০৩ ডিসেম্বর) দুপুরে হাইওয়ে সড়কের এই ঝুঁকিপূর্ণ ইউটার্নটি বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিলেও নাবিল হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্টের কিছু কর্মচারীর বাধার মুখে রাস্তা সংস্কারের কাজ বন্ধ রাখা হয়। এতে করে ক্রমেই বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ ও হতাশা।

এলাকাবাসীদের দাবি—

ইউটার্নটি অবিলম্বে স্থায়ীভাবে বন্ধ করতে হবে। ইউটার্ন বন্ধ না করা পর্যন্ত প্রশাসনের একজন দায়িত্বপ্রাপ্ত লোককে সেখানে সার্বক্ষণিক অবস্থান করাতে হবে, যাতে দুর্ঘটনা অন্তত কমে আসে।

ছোনকা বাজারের আন্ডারপাস দিয়ে নিরাপদে গাড়ি পারাপারের সুযোগ থাকা সত্ত্বেও এই ঝুঁকিপূর্ণ ইউটার্ন চালু রাখা কোনোভাবেই যৌক্তিক নয়।

স্থানীয়রা প্রশ্ন তুলেছেন—“হাইওয়ে সড়কে দ্রুতগতির গাড়ি চলাচল স্বাভাবিক ঘটনা। তবুও এই ইউটার্নটি খোলা রাখা হলে দুর্ঘটনার দায় নেবে কে?”

এলাকাবাসী দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য হাইওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, আর কোনো প্রাণহানি নয়—ঝুঁকিপূর্ণ ইউটার্নটি বন্ধ করতেই হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন