Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে আবারো মৃধু ভূমিকম্প অনুভূত

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ এএম

নরসিংদীতে আবারো মৃধু ভূমিকম্প অনুভূত

ছবি : সংগৃহীত

নরসিংদীতে আবারো মৃধু ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৪ মিনিটে নরসিংদীর শিবপুর উপজেলায় এ ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির নিশ্চিত করেছেন। এ নিয়ে মানুষের মাঝে দেখা দিয়েছে নানা আতংক। হয়েছে ভীতির সঞ্চার।

আবহাওয়া অধিদফতর জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে। এটি মৃদু মাত্রার ভূকম্পন। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত ২১ ও ২২ এবং ২৭ নভেম্বর চারদফায় ভূমিকম্প অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এবং পলাশ ও ঘোড়াশাল এলাকায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন