ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি সদস্য হত্যার প্রতিবাদে মানববন্ধন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু মুছা সরকার হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ হত্যার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ওই ঘটনায় মঙ্গলবার সকালে নিহত ইউপি সদস্যের মেয়ে সোনিয়া আক্তার বাদী হয়ে আশরাফবাদ গ্রামের সায়েম মিয়াকে প্রধান আসামি করে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন।
এ সময় হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা জাসাসের আহ্বায়ক এম এ সালাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রফিক মিয়া, নিহতের মেয়ে সোনিয়া আক্তার ও ছেলে জয় সরকারসহ প্রমুখ।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, ‘ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ দায়েরে বিলম্ব করা হয়। আজ সকালে অভিযোগ দিলে তা গ্রহণ করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



