হাসান বারীর পদোন্নতিতে এলাকার মানুষের মাঝে খুশির আনন্দ বইছে
কাজী খলিলুর রহমান
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
ছবি : সংগৃহীত
দেশের আইন-শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ পুলিশের ডিআইজি হলেন দাউদকান্দির হাসান বারী নূর। তিনি (হাসান বারী নূর) দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের জামালকান্দির সন্তান।
এর আগে তিনি অতিরিক্ত ডিআইজি ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মোট ৩৩ জন পুলিশ কর্মকর্তাকে এই পদোন্নতি দেয়া হয়। দাউদকান্দির হাসান বারী নূর তাদের একজন। পুলিশ বিভাগে ডিআইজি হাসান একজন সজ্জন, পেশাদার, দক্ষ, জনবান্ধন ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত। ২০তম বিসিএস ব্যাচের বিনয়ী ও সচেতন এই পুলিশ কর্মকর্তা দেশ ও জাতির সেবার লক্ষ্যে ২০০১ সালে বাংলাদেশ সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী পুলিশে যোগদান করেন।
তারপর তিনি দেশের বিভিন্ন জায়গা যেমন, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা, ঢাকা, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট সিআইডি, পিবিআই, র্যাব, এপিবিএনসহ নানা দায়িত্ব পালন করেছেন একজন মেধাবী, সৎ, যোগ্য, পরিশ্রমী ও দায়িত্ব সচেতন কর্মকর্তা হিসেবে। ডিআইজি হাসান বারী নূর বিদেশের মাটিতেও দেশের হয়ে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কঙ্গো, দারফুর এ শান্তি রক্ষায় কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম বিভাগীয় রেঞ্জের আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। দাউদকান্দির সন্তান হাসান বারী নূরের এই পদোন্নতি খবরে এলাকার মানুষের মাঝে খুশির আনন্দ বইছে। এলাকার সন্তান হাসান বারী নূরের এই পদোন্নতি খবরে তারা মিষ্টিমুখও করেছেন। সাথে তারা এ আশাও ব্যক্ত করেন যে, আমাদের এলাকার পুলিশের ডিআইজি হাসান বারী নূর ভবিষ্যৎ জীবনে দক্ষতা, সততা, যোগ্যতা, প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে তার দায়িত্ব পালনে আরো অনেক দূর এগিয়ে যাবেন।
পদোন্নতির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডিআইজি হাসান বারী নূর বলেন, পেশাগত এই পদোন্নতি আমার দায়িত্ব পালনে আরো বেশি জবাবদিহিতা ও পেশাদারিত্ব বাড়িয়ে দিয়েছে। তাই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টাটাও অব্যাহত থাকবে।



