Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে ৯ ফুটের অজগর উদ্ধার

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম

কুড়িগ্রামে ৯ ফুটের অজগর উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া ভাসানীপাড়া গ্রামে হঠাৎ দেখা মিলল প্রায় ৯ ফুট লম্বা এক বিশাল অজগর সাপের। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা বলদিয়া বাজারের সাপুড়ে মোজাহারের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন।

জানা গেছে, সকাল থেকেই জমিতে কাজ করছিলেন স্থানীয় কৃষকেরা। ঠিক সেই সময় ধীরে নড়তে থাকা বিশাল দেহের অজগরটি চোখে পড়তেই মুহূর্তে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। উৎসুক জনতার ভিড় বাড়লেও কোনো বিশৃঙ্খলা বা সাপের ক্ষতির আশঙ্কা তৈরি হতে দেননি সার্কেল এএসপি। দ্রুত ঘটনাস্থলে নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ। এরপর পরিকল্পিত ও নিরাপদ প্রক্রিয়ায় সাপটি উদ্ধার করা হয়। কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তাদের কাছে সাপটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের ধারণা, খাবারের খোঁজে পার্শ্ববর্তী নদী–জঙ্গল এলাকা থেকে অজগরটি জনবসতিতে এসে পড়েছিল। ঘটনার পর পুরো এলাকায় দিনভর ছিল আলোচনা–উত্তেজনা।

কুড়িগ্রাম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুর রহমান বলেন, সাপটি স্থানীয় সাপুড়ে ধরেছিলেন। আমরা সেটি উদ্ধার করে রংপুর বিভাগীয় বন অধিদপ্তরে পাঠিয়েছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন