শেরপুরে জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম
বগুড়ার শেরপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে শেরপুর উপজেলার মির্জাপুর বাজার কওমিয়া হাফেজিয়া মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- শেরপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. লিটন আহম্মেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসীন আলী, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নজরুল ইসলাম জাকি, বগুড়া জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, শেরপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. রাকিবুল হাসান, সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, মো. তাইজুল ইসলাম, মো. আরিফুল ইসলাম রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ সরকার, প্রচার সম্পাদক মো. হৃদয় হাসান, শিল্পবিষয়ক সম্পাদক মো. নাঈম ইসলাম, সদস্য মো. আশিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান অবিস্মরণীয়। দেশবাসীর ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে দেশনেত্রীর রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।



