Logo
Logo
×

সারাদেশ

পাইকগাছায় জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে প্রচারাভিযান অনুষ্ঠিত

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম

পাইকগাছায় জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে প্রচারাভিযান অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় নারীর জীবনে ঝুঁকির মাত্রা বাড়িয়ে তুলছে। আসুন ‘সব ধরনের সহিংসতা রুখে নিরাপদ টেকসই সমাজ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলায় জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ঐতিহ্যবাহী গদাইপুর বাজার চত্বরে বারসিক ও সুশীল সমাজের আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ফসিয়ার রহমানের সভাপতিত্ব করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গদাইপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক ইউপি সদস্য জবেদ আলী গাজী, সাংবাদিক কাজী সোহাগ, বারসিক এর উপজেলা সাধারণ সম্পাদক কাজী সিফাত উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ফিল্ট ফ্যাসিলিটেটর দীপ্তি রানী মন্ডল, গদাইপুর ইউনিয়ন কমিটির সভাপতি ছন্দা সুলতানা, সদস্য সিরাজুল ইসলাম কাজী শুভ ও বারসিক’র সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে সকলকে কার্যকরী ভূমিকা রাখতে আহ্বান জানান বক্তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন