Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা ও সমাপনী অনুষ্ঠান

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম

রূপগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা ও সমাপনী অনুষ্ঠান

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাণিসম্পদ টেকসই উন্নয়ন, তরুণ ও নারী উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর সোমবার উপজেলা পরিষদের সভা কক্ষে  এ অনুষ্ঠান  হয়।

‎অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সজল কুমার দাস।

‎সভায় বক্তরা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ উন্নয়ন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের সম্পৃক্ততা বাড়লে এ খাত আরও সমৃদ্ধ হবে। স্থানীয় পর্যায়ে পশুপালন, দুধ-মাংস উৎপাদন ও রোগ প্রতিরোধ কার্যক্রমকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মতামত দেন তারা।

‎উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের প্রাণিসম্পদ সংশ্লিষ্ট উদ্যোক্তা, খামারি ও কর্মকর্তারা অংশ নেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন