রূপগঞ্জে প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম
ছবি : যুগেরচিন্তা
নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাছিমপুর এলাকার দরিদ্র পরিবারের ৭ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দেন উপজেলা প্রশাসন।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম শিশুটির মায়ের হাতে হুইল চেয়ারটি তুলে দেন।
শিশুর মা নাসরিন আক্তার জানান, হুইল চেয়ারের অভাবে তার শারীরিক প্রতিবন্ধী কন্যা শিশু স্বাভাবিক চলাফেরা করতে পারছিলো না। পরে উপজেলা প্রশাসনের কাছে হুইলচেয়ারের জন্য সাহায্যের আবেদন করেন তিনি। বিষয়টি জানতে পেরে খোঁজখবর নিয়ে সোমবার দুপুরেই শারীরিক প্রতিবন্ধী শিশুটির জন্য একটি হুইল চেয়ার উপহার দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। হুইল চেয়ারটি উপহার পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠে মা মেয়ে সহ উপস্থিত সকলে।



