হাটহাজারীতে যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম
ছবি : সংগৃহীত
হাটহাজারীতে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১ ডিসেম্বর) ভোরের দিকে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলোঃ- জিয়াউদ্দিন জাহেদ (৩০), ২নং মো. আকতার হোসেন (২৩), মো. শাহাদাত হোসেন (৪৪) ও মো. হাবিবুল আলম (২৫)।
জানা যায়, গত রবিবার ভোরে চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনসহ ১২ থেকে ১৫ জন নেতাকর্মীসহ তিন মিনিট ব্যাপী একটি মিছিল বের করে। তবে মিছিল শেষ করেই তারা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই মিছিলের ভিডিওতে উপজেলা ‘আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানার দেখা গেছে এবং মিছিলে থাকা কয়েকজনের মাথায় হেলমেট পরিহিত ছিলে। পরে পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।



