সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবিতে মা-মেয়ের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পিএম
ছবি : সংগৃহীত
কক্সবাজারের প্রবালদ্বীপ সেন্টমার্টিন থেকে টেকনাফ আসার পথে বঙ্গোপসাগরে স্পিডবোট ডুবির ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাটের অদূরে গোলারচর সংলগ্ন সাগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সেন্টমার্টিন ইউনিয়নের পূর্বপাড়ার বাসিন্দা মরিয়ম আক্তার ও তার শিশু কন্যা মাহিমা আক্তার।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় আট যাত্রীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। বাকি ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় মা ও মেয়ে মারা গেছেন, অন্য যাত্রীরা চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ থানায় আনা হয়েছে এবং কীভাবে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে।
নিহতদের স্বজনরা জানান, তারা ডাক্তার দেখানোর উদ্দেশ্যে টেকনাফ যাচ্ছিলেন।
এদিকে একই দিনে কক্সবাজার থেকে চলতি মৌসুমে প্রথমবারের মতো সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথমদিনে তিনটি জাহাজে ১১৭৪ জন পর্যটক দ্বীপে গিয়েছেন। আগামী দুই মাস, অর্থাৎ ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য সেন্টমার্টিনে রাত্রিযাপনের সুযোগ থাকবে।



