গাজীপুরে ঝুট গোডাউনে অগ্নিকাণ্ড, এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ পিএম
ছবি : সংগৃহীত
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পলাশ মিয়ার মালিকানাধীন গোডাউনে এ আগুন লাগে।
খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের একটি এবং সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট যোগ দেয়। প্রায় সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঝুট গোডাউনগুলোতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নেই। নিয়ম-নীতির তোয়াক্কা না করে যত্রতত্র স্থানে এসব গোডাউন তৈরি হওয়ায় ঝুঁকি বাড়ছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, চারটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



