শেরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, রোগমুক্তি এবং দীর্ঘ নেক হায়াত কামনায় বগুড়ার শেরপুরে কোরআন খতম ও গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় শেরপুর পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলার বিভিন্ন হাফেজ খানার কোরআনের পাখিদের নিয়ে কোরআন খতম সম্পন্ন করা হয়। পরে বেগম জিয়ার আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল আওয়াল।
এসময় দলমত নির্বিশেষে উপজেলার শত শত মানুষ অংশগ্রহণ করেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন— পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কুসুম্বী ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম পান্না, শেরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আইয়ুব আলী মন্ডল, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান খোকন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা (বর্তমান বহিষ্কৃত), মাওলানা এজাজ আহম্মেদ, মাওলানা আব্দুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় নেতৃবৃন্দ। পুরো আয়োজনজুড়ে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সাধারণ মানুষের গভীর আবেগ ও প্রার্থনা প্রতিফলিত হয়।



