Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে সাতকানিয়ায় সড়ক অবরোধ

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:১০ এএম

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে সাতকানিয়ায় সড়ক অবরোধ

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে তারা উপজেলার কেরানিহাট এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ৬ লেন বাস্তবায়নের দাবিতে স্লোগান দিতে থাকেন।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, এই মহাসড়ক এখন এক ভয়াবহ ঝুঁকিপূর্ণ পথে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঘটে যাচ্ছে মারাত্মক দুর্ঘটনা, যার প্রমাণ খুলে দেখা যায় প্রতিটি সংবাদপত্রের পাতা। বহুবার অনুরোধ ও দাবি জানানোর পরও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। তাই বাধ্য হয়েই তারা ব্লকেড কর্মসূচিতে নেমেছেন।

তাদের ভাষ্য—এই সড়ক শুধু স্থানীয়দের যাতায়াত নয়; দেশের অর্থনীতি, পর্যটন এবং রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ কার্যক্রমের গুরুত্বপূর্ণ রুট এটি। প্রতিদিন লক্ষাধিক মানুষ কক্সবাজারমুখী হলেও দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কটি অনেক জায়গায় এখনো অস্বাভাবিকভাবে সংকীর্ণ। জাঙ্গালিয়ার কিছু অংশ ঢালু ও বাঁকানো, আর রাতে লবণ পরিবহনের ট্রাক চলাচলে রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। প্রতিটি দুর্ঘটনার পর কর্তৃপক্ষের আশ্বাস মিললেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

উল্লেখ্য, একই দাবিতে গত ৬ এপ্রিল চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেন এলাকাবাসী। পরে ১১ এপ্রিল অন্তর্বর্তী সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান-এর কাছেও স্মারকলিপি প্রদান করা হয়। তবে প্রতিশ্রুতির পরও বাস্তব পদক্ষেপ না থাকায় এলাকাবাসী আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন