কোনো শক্তি আগামী নির্বাচন ঠেকাতে পারবে না: মোশাররফ
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৮:২২ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো শক্তি আগামী জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না। জনগণ এখন পুরোপুরি নির্বাচনমুখী। নির্বাচনি উৎসব পালন করতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকালে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের মেঘনা উপজেলার মানিকার চর উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের পক্ষে গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে। তা দেখে ভীত হয়ে কেউ কেউ অযৌক্তিক অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত বা পেছানোর ষড়যন্ত্র করছে।
দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সব রাজনৈতিক দলকে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান ড. খন্দকার মোশাররফ।
তিনি বলেন, জনগণ গত ১৫ বছর কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি। দেশের মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তারা বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। মানুষ মনেপ্রাণে বিশ্বাস করে, একমাত্র বিএনপি ক্ষমতায় থাকলে অর্থনৈতিক সচ্ছলতা আসে, ব্যাপক উন্নয়ন ও গণতন্ত্র শক্তিশালী হয় এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে।
তিনি বলেন, ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার গুম, হত্যা, মিথ্যা মামলা ও জুলুম-নিপীড়ন চালিয়ে বিএনপিকে ধ্বংস করতে চেষ্টা করেছে। কিন্তু পারেনি। এই ১৫ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন এবং চব্বিশের জুলাই আন্দোলনে বিএনপির অবদান ছিল প্রশংসনীয়।
ড. খন্দকার মোশাররফ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন। দেশের মানুষ তা সাদরে গ্রহণও করেছেন। তিনি ছাত্র-জনতার বৈষম্যবিরোধী এবং সরকার পতনের এক দফার আন্দোলন কর্মসূচির প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। তারেক রহমানের নির্দেশেই বিএনপির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে হাসিনার পতনের আন্দোলনে অংশ নিয়েছে।
তিনি বলেন, গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধার, দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য আগামী ফেব্রুয়ারির নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তিনি ধানের শীষে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে বর্ণাঢ্য বিশাল গণমিছিলটি মানিকার চর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ফায়ার সার্ভিস রোডে গিয়ে শেষ হয়।



