Logo
Logo
×

সারাদেশ

দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা: আলফাডাঙ্গায় ১৪৪ ধারা জারি

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:৩২ পিএম

দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা: আলফাডাঙ্গায় ১৪৪ ধারা জারি

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই পক্ষের পৃথক সমাবেশকে ঘিরে উত্তেজনার ডানা মেলতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের স্বাক্ষরিত আদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।

ইউএনও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের অস্থিতিশীলতা ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলীয় সূত্র বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি শনিবার আসাদুজ্জামান বালিকা উচ্চবিদ্যালয়ে সমাবেশ ডাকেন। সেখানে প্রধান অতিথি হওয়ার কথা ছিল কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের।

অন্যদিকে একই দিন দুপুর ৩টায় আলফাডাঙ্গা পৌরসভার আরিফুজ্জামান উচ্চবিদ্যালয় মাঠে পৃথক সমাবেশের ঘোষণা দেয় আরেক পক্ষ। তারা উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিল, ৭ নভেম্বর বোয়ালমারীতে সহিংসতার ঘটনায় যুবদল নেতা মিনহাজুর রহমান লিপনের ওপর হামলার প্রতিবাদ এবং সাংগঠনিক দাবি নিয়ে কর্মসূচি ঘোষণা করে। এই সমাবেশে প্রধান অতিথি হওয়ার কথা ছিল ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনুর।

দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় প্রশাসন কঠোর অবস্থান নেয়। আদেশে বলা হয়—শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আলফাডাঙ্গা পৌরসভার স্কুল, মাঠ ও বাজার এলাকায় সব ধরনের সভা–সমাবেশ, বিক্ষোভ, মিছিল, গণজমায়েত এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা নিষিদ্ধ। এছাড়া বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহনেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

খন্দকার নাসিরুল ইসলামের অনুসারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু অভিযোগ করেন, আমরা আগে থেকেই সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎই দেখলাম ঝুনুর সমর্থকেরা আলাদা কর্মসূচির ঘোষণা দিচ্ছে।

অন্যদিকে শামসুদ্দিন মিয়া ঝুনুর পক্ষের নেতা খোসবুর রহমান খোকন জানান, কমিটি বাতিল ও লিপনের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ ঘোষণা করা হয়েছিল। কর্মসূচি সফল করতেই মাঠে আছি।

উভয় পক্ষের উত্তেজনা ছড়িয়ে পড়ার আগেই প্রশাসনের এই নিষেধাজ্ঞা এলাকাজুড়ে এক ধরনের সতর্কতার আবহ তৈরির মতো ছায়া ফেলেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন