নীলফামারীতে শীতের দাপট, তাপমাত্রা নেমেছে ১৪.৪ ডিগ্রিতে
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১০:১৯ এএম
উত্তরের জেলা নীলফামারীতে দ্রুতই বাড়ছে শীতের প্রভাব। তাপমাত্রা কমতে শুরু করেছে, হিমেল হাওয়া ভোর-সন্ধ্যার বাতাসকে আরও ঠান্ডা করে তুলছে। ফসলি জমি ও ঘাসের ডগায় জমছে শিশিরবিন্দু, আর দিনের রোদ সরে গেলে রাতেই টের পাওয়া যাচ্ছে শীতের চাপ।
শনিবার (২৯ নভেম্বর) ডিমলা আবহাওয়া অফিস জানিয়েছে, ভোরে জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
জেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, মাঠজুড়ে শিশিরে ভেজা দৃশ্য। দিনমান হালকা রোদ থাকলেও গভীর রাতে শীতের তীব্রতা বাড়ছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।
রিকশাচালক রহিম আলী বলেন, সকালে বের হলেই শীত লাগে। ভোরে গাড়ি নিয়ে বের হতে হয়, কুয়াশা এত বাড়ছে যে লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।
জেলার আরেক বাসিন্দা আরিফুল ইসলাম জানান, সকালে হাঁটতে বের হলে ঠান্ডা বেশি লাগে। কুয়াশাও বেড়েছে। আমরা প্রতিবছরই আগেভাগে শীত অনুভব করি—এবারও তার ব্যতিক্রম নেই।
ডিমলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আমজাদ হোসেন বুলবুল বলেন, ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এখন কুয়াশা পড়ছে, সামনে কুয়াশা ও শীত আরও বাড়বে।



