ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরে যায়। বাসটিতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অথচ ঘটনাস্থলে বাতাসে একরকম পোড়া গন্ধের ক্ষীণ দোলা রয়ে যায়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর–খড়ারচর আঞ্চলিক সড়কে আগুন লাগে। ধামরাই ফায়ার সার্ভিসের সাব-অফিসার শামসুল হক জানান, চালক বাসটি রেখে আশপাশে ছিলেন না। কিছু সময় পর স্থানীয়রা অদ্ভুত আলোঝলক দেখে আগুনের বিষয়টি বুঝতে পারেন। পরে চালক ও স্থানীয়রা দ্রুত হাত লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে আগুন নিভে যায়। চালকের দাবি, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ২–৩ লাখ টাকা। যদিও বাসে কেউ না থাকায় প্রাণহানির আশঙ্কা থেকে সবাই বেঁচে গেছে।



