Logo
Logo
×

সারাদেশ

প্রার্থী পরিবর্তনের দাবিতে উলিপুরে বিএনপির সড়ক অবরোধ

Icon

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম

প্রার্থী পরিবর্তনের দাবিতে উলিপুরে বিএনপির সড়ক অবরোধ

কুড়িগ্রাম–৩ (উলিপুর) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন দলের একাংশের নেতাকর্মী। বৃহস্পতিবার দুপুরে উলিপুর উপজেলা শহরে ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ কর্মসূচি হয়। এতে স্থানীয় রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী, শিক্ষক–শিক্ষার্থী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে ওই আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকই তৃণমূলের গ্রহণযোগ্য ও পরীক্ষিত নেতা। দীর্ঘদিন ধরে দলীয় সংকটে, দমন–পীড়নের মোকাবিলায় এবং মাঠ সংগঠন ধরে রাখতে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। তাঁকে বাদ দিয়ে ভিন্ন কাউকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূলে বিভ্রান্তি তৈরি হবে এবং নির্বাচনেও নেতিবাচক প্রভাব পড়বে বলে দাবি করেন তারা।

বিক্ষোভকারীরা অবিলম্বে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে আব্দুল খালেককে আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধন ও অবস্থান ধর্মঘট শেষে একটি র‍্যালি শহরের প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাবে এসে শেষ হয়। সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনেও একই দাবি পুনর্ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, কুড়িগ্রাম–৩ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে সম্প্রতি সাবেক জেলা সভাপতি ও শিল্পপতি তাসভীর উল ইসলামের নাম ঘোষণা করে বিএনপি। এর পর থেকেই আব্দুল খালেকের অনুসারীরা প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন