Logo
Logo
×

সারাদেশ

জাহাজ ভাড়ায় নিয়ে কেটে বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম

জাহাজ ভাড়ায় নিয়ে কেটে বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভাড়া করা একটি মালবাহী জাহাজ কেটে বিক্রি করার অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেনসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। জাহাজের মালিক রাকেশ শর্মা বাদী হয়ে মামলা করার পর বুধবার (২৬ নভেম্বর) সকালে বিএনপি কর্মী নজরুল ইসলামকে গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে গত ১৫ দিন ধরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে এইচবি হারুন এন্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে জাহাজটি কেটে বিক্রি করা হয়। গ্রেপ্তার নজরুল নোয়াখালির হাতিয়া উপজেলার চরবগুলা গ্রামের বাসিন্দা।

জানা যায়, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলামের ছেলে এবং জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেন একটি সিন্ডিকেট গড়ে তোলেন। তারা গত ১ নভেম্বর চট্টগ্রাম থেকে ‘ডাম্ব বার্জ (ডিবি)’ নামের জাহাজটি সাত লাখ বিশ হাজার টাকায় এক মাসের জন্য ভাড়া নেন। পরে শাহাদাতের নেতৃত্বে মো. জাফর, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, এমদাদুল হক, জাফর মিয়া, হোসেনসহ ১০–১৫ জনের একটি দল কাদিরগঞ্জ এলাকায় শিপইয়ার্ডে জাহাজটি কেটে স্টিল প্লেট বিক্রি করে দেন।

গত রবিবার সকালে মালিকের এক পরিচিত ব্যক্তি ফোনে জাহাজ কেটে ফেলার বিষয়টি জানালে রাকেশ শর্মা ঘটনাস্থলে গিয়ে তা নিশ্চিত হন। এতে তার প্রায় এক কোটি ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। রাকেশ জানান, মো. জাফর মাল পরিবহনের জন্য জাহাজটি ভাড়া নিলেও পরে বিএনপি নেতা-কর্মীদের একটি সিন্ডিকেটের মাধ্যমে তা বিক্রি করে দেওয়া হয়। শাহাদাতের বাবা রফিকুল ইসলাম ক্ষতিপূরণের আশ্বাস দিলেও পরবর্তীতে তা বাস্তবায়ন না হওয়ায় মামলা করা হয়।

অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাত হোসেনের মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়; পাঠানো বার্তারও কোনো জবাব মেলেনি।

এ বিষয়ে শিপইয়ার্ডের মালিক ও বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর জাহাজ কাটা বন্ধ করা হয়েছে এবং মালিকপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, জাহাজ কেটে বিক্রির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। গ্রেপ্তার নজরুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন