‘নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে বিএনপি অতীতেও কাজ করেছে আগামীতেও করব’
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৮:০০ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে বিএনপি অতীতেও কাজ করেছে, আগামীতেও করবে।
তিনি বলেন, নারীদের কেউ ব্যবসায়ী, কেউ ডাক্তার, কেউ চাকরিজীবী— সবাই সমাজের গুরুত্বপূর্ণ অংশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মভূমি বগুড়ায় ধানের শীষের বিজয় নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বগুড়ার শেরপুর পৌর শহরের ডিজে হাইস্কুল খেলার মাঠে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজের পক্ষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, একটি দল জনগণের কাছে বেহেশতের টিকিট বিক্রি করছে। অথচ বেহেশত দেওয়ার মালিক আল্লাহ বা ভগবান। কোনো রাজনৈতিক দল কি কাউকে বেহেশত দিতে পারে?
তিনি অভিযোগ করে বলেন, একটি দল নারীদের পায়ে শিকল পরাতে চায়। তারা নারীদের ৫ ঘণ্টা কাজের কথা বলছে, যেখানে আইন অনুযায়ী ৮ ঘণ্টা কাজের নিয়ম। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের মালিকরা কি এ শর্তে নারীদের চাকরি দেবে?
গুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজ বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে হিন্দু–মুসলমান বিভাজন করেছে। তারা বলেছিল, আওয়ামী লীগ সরকার পতন হলে কয়েক লাখ মানুষ মারা যাবে। কিন্তু সরকার পতনের পর একজন মানুষও মারা যায়নি।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সাধারণ মানুষ নিরাপদেই থাকবে। তবে যারা লুটেরা, যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত— তাদের কোনো ছাড় নেই।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন— বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাভলী রহমান, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আক্তার, সাধারণ সম্পাদিকা আফরোজা আক্তার ডিনা, সাংগঠনিক সম্পাদিকা সুরাইয়া লায়লা, পৌর মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভীন, সাধারণ সম্পাদিকা শেফালী ঘোষ, সাংগঠনিক সম্পাদিকা সুইটি আক্তার মিষ্টি।



