Logo
Logo
×

সারাদেশ

দেশের মানুষ কৃষকদের কাছে ঋণী : ডিসি জাহিদুল

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

দেশের মানুষ কৃষকদের কাছে ঋণী : ডিসি জাহিদুল

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, দেশের মানুষ কৃষকদের কাছে ঋণী। কৃষকরা ফসল ফলিয়ে ১৮ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছেন। তারা দেশটাকে বাঁচিয়ে রেখেছেন। এ দেশের মাটির উর্বরতা পৃথিবীর অন্যান্য দেশের চাইতেও বেশি। এ উর্বর জমিন যাতে অনাবাদি পড়ে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ ও ২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষক প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রযুক্তিকে দূরে ঠেলে দিয়ে বর্তমানে টিকে থাকা অসম্ভব। সরকার কৃষকদের জন্য যেসব প্রযুক্তি দিচ্ছেন তা সানন্দে গ্রহণ করতে হবে। প্রযুক্তি কৃষকদের জন্যই কাজ করবে তাই প্রযুক্তির সঠিক ব্যবহার জানতে প্রশিক্ষণ নিতে হবে। প্রযুক্তি কাজে লাগিয়ে খাদ্যের চাহিদা সফলভাবে বাস্তবায়ন করতে পারলে খাদ্যের চাহিদা পূরণ হবে। একই সঙ্গে দেশে খাদ্য মজুত বৃদ্ধি পাবে।

হাটহাজারীতে জেলা প্রশাসকের সফরকালে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমাজসেবা দপ্তরের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, উত্তর মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, যুব উন্নয়নের আয়োজনে সেলাই প্রশিক্ষণ ও মোটর ড্রাইভিং উদ্বোধন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ হাটহাজারী মাদ্রাসা, ভূমি অফিস পরিদর্শন এবং উপজেলায় কর্মরত সব দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন। এ সময় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মঈনু্ল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, পিআইও নিয়াজ মোর্শেদ, সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কানুনগো উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন