Logo
Logo
×

সারাদেশ

বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম

বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

ছবি : সংগৃহীত

দেশব্যাপী বিভিন্ন দরবার শরীফ, মাজার ও সংশ্লিষ্ট মসজিদে হামলা, ভাঙচুর, লুটপাট, আগুন দেওয়া ও হেনস্তার প্রতিবাদে এবং বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন বাউল সাধক ও শিল্প সমাজ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাধারণ মানুষ অংশ নেন। বাউল আবুল সরকারকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে দাবি করে দ্রুত মুক্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, আবুল সরকারের মুক্তির দাবিতে দেশজুড়ে সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। একজন বরেণ্য শিল্পীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তারা অভিযোগ করেন, মিথ্যা মামলায় তার মতো একজন প্রবীণ বাউল শিল্পীকে কারাবন্দি রেখে দেশের সংস্কৃতি বিকাশকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এজন্য অবিলম্বে তার মুক্তি দাবি জানাই।

মানববন্ধনে সভাপতিত্ব করেন- কিশোরগঞ্জ জেলা বাউল সমিতির সভাপতি হারিছ মোহাম্মদ। বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রনজিত সরকার, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক বাবুল রেজা, জেলা বাপার সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগম, জেলা মহিলা পরিষদ নেত্রী কামরুন্নাহার, তরফিয়া দরবার ও মাজার শরীফের সাজ্জাদনশীন সৈয়দ ইয়াছিন।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন