বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিএনপির সদস্য পদে পুনর্বহাল কাইয়ূম সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম
ছবি : নরসিংদীর আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ূম সরকার
নরসিংদীর আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ূম সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে তাকে পুনরায় দলের প্রাথমিক সদস্য পদে বহাল করা হয়েছে।
গত ৮ জুলাই দলীয় আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গসহ আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কাইয়ূম সরকারকে বহিষ্কার করা হয়েছিল। তবে তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
২০ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, পূর্বে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এখন তাকে পুনরায় প্রাথমিক সদস্য পদে ফিরিয়ে দেওয়া হলো। চিঠিতে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে দলের নীতি, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা রয়েছে।
এ বিষয়ে কাইয়ূম সরকার বলেন, দলের আস্থা ও সম্মান ফিরে পাওয়া তার জন্য বড় প্রাপ্তি। বিএনপি তার কাছে শুধু রাজনৈতিক দল নয়, বরং আদর্শ ও আবেগের জায়গা। তিনি প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে দলের নীতি-আদর্শকে আরও শক্তিশালী করতে ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন এবং সংকট-সম্ভাবনার প্রতিটি মুহূর্তে দায়িত্বশীলভাবে পাশে থাকবেন।



