Logo
Logo
×

সারাদেশ

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ক্যান্টিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬ টা ১৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আজ সন্ধ্যা ৬ টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাই আমরা। ‌ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়। ‌

ফায়ার সার্ভিস জানায় টিনশেড একটি রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। পলাশী ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৪ টি ইউনিটের চেষ্টায় ৬টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন