Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১০:২২ এএম

শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের দোকানের সাঁটারে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বন্ধু।

রবিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন—গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মেহেদী হাসান (২০) এবং শেরপুর পৌর এলাকার গোসাইপাড়া মহল্লার শাহাবুল হাসান (২০)। আহত উৎসব চক্রবর্তী (২০) একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রামেশ্বরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলচালক শাহাবুল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানের সাঁটারে সজোরে ধাক্কা লাগে। এতে তিন আরোহীই ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় শাহাবুল ও মেহেদী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত উৎসব চক্রবর্তী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

আহত উৎসব চক্রবর্তী বলেন, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলাম। কিন্তু মোটরসাইকেলের গতি অনেক বেশি ছিল। এ কারণেই আমরা দুর্ঘটনার শিকার হই। আমরা তিনজনই সম্প্রতি এইচএসসি পাস করেছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন