Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জ-৫ আসনে ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবিতে পথসভা-মশাল মিছিল

Icon

কিশোরগঞ্জ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম

কিশোরগঞ্জ-৫ আসনে ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবিতে পথসভা-মশাল মিছিল

ছবি : কিশোরগঞ্জ-৫ আসনে ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবিতে পথসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবিতে নিকলী ও বাজিতপুর উপজেলায় প্রায় ২৫টি স্থানে একই সময়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টার শুরু হয়ে দুপুর প্রায় ১টায় শেষ হয়। কর্মসূচীতে নিকলী ও বাজিতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের প্রায় দশ হাজার নেতাকর্মী, সমর্থক অংশ গ্রহন করেন। বাজিতপুরে মানববন্ধন কর্মসূচির নেতৃত্ব দেন বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জান মনির এবং নিকলীতে নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম।   

মানববন্ধনে অংশ নিয়ে গুরুই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যার মো. আবু তাহের বলেন, ইকবাল ছাড়া মনোনয়ন দেওয়া হলে নিকলী ও বাজিতপুরের বিএনপি তা মেনে নেবে না। 

নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি এপিপি মো. মানিক মিয়া বলেন, দুঃসময়ে ইকবাল ভাই দলের নেতা-কর্মীদের আগলে রেখেছেন, ধানের শীষ প্রতীক তাকেই মানায়।

নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার বলেন, কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির রাজনীতিতে ইকবালের অবদান থাকায় তৃণমূলে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ইকবালকে ছাড়া মনোনয়ন দেওয়া হলে এ আসনটি বিএনপির হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। 

বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জান মনির বলেন, শেখ ইকবাল ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন। আওয়ামী লীগ শাসনামলে শেখ মজিবুর রহমান ইকবালের বাড়ি-ঘরে হামলাসহ তিনি বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। দীর্ঘ প্রায় ১৭ বৎসর দুর্দিনে দলের নেতাকর্মীদের পাশে ছিলেন। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামীলীগের রোষানলে জেল জুলুম নির্যাতনে পতিত হওয়া নেতাকর্মীদের বুকে আগলে রেখেছেন, তাই ইকবাল ছাড়া মনোনয়ন দেয়া হলে নিকলী ও বাজিতপুর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আরও কঠোর কর্মসূচি ঘোষনা করবে। 

উল্লেখ্য, বিএনপির ২৩৭ আসনে মনোনয়ন ঘোষনা করা হলেও কিশোরগঞ্জ-৫ আসনে এখনো প্রার্থী ঘোষনা করা হয়নি। সম্ভাব্য প্রার্থীগণ নিকলী- বাজিতপুর এলাকায় মিছিল-মিটিং শো-ডাউন, পথসভা এমনকি মশাল মিছিল কর্মসূচি করে যাচ্ছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন