Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে ভূমিকম্পে দেয়াল ধসে নিহত বাবা–ছেলের দাফন সম্পন্ন

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০১:০৪ পিএম

নরসিংদীতে ভূমিকম্পে দেয়াল ধসে নিহত বাবা–ছেলের দাফন সম্পন্ন

নরসিংদীতে ভূমিকম্পে বাসার পাশের নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) ও তার নয় বছরের ছেলে ওমরের দাফন সম্পন্ন হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাকুন্দিয়া উপজেলার উত্তরপাড়া গ্রামের একটি বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে এলাকার কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

নিহত দেলোয়ার হোসেন উজ্জ্বল বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনে উচ্চমান সহকারী পদে কর্মরত ছিলেন। ছেলে ওমর নরসিংদীর একটি মাদরাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতেন। নিহতরা পাকুন্দিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। 

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সঙ্গে চাকরিজনিত কারণে দেলোয়ার নরসিংদী শহরের গাবলতি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সারাদেশের ন্যায় নরসিংদীতে ভূমিকম্প অনুভূত হয়। এসময় মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকেন। ভূমিকম্পের সময় পাশের বাসার একটি দেয়াল ধসে দেলোয়ারসহ তার দুই মেয়ে ও এক পুত্র সন্তান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে ছেলে ওমরকে মৃত ঘোষনা করা হয়। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু হয়। একই ঘটনায় নিহত দেলোয়ারের দুই কন্যা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পাকুন্দিয়া উপজেলার উত্তরপাড়া গ্রামের একটি বিদ্যালয়ের মাঠে বাবা ছেলের জানাযা শেষে এলাকার কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। তাদের মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। কিশোরগঞ্জে এই ভূমিকম্পে কোথাও কোনো ধরণের দূর্ঘটনা না ঘটলেও শক্ত ঝাকুনিতে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন