বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে চারটার দিকে উপজেলার এআরকে সিএনজি পাম্পের সামনে ঢাকা–বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ এ পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।
ওসি শফিকুল ইসলাম শফিক জানান, রাতের ওই সময়ে অজ্ঞাতনামা ব্যক্তি মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় শেরপুর হাইওয়ে থানা আইনগত ব্যবস্থা নিচ্ছে।



