গরুর জন্য খড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেদুল ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার সাহেদুল ইউনিয়নের হাজীপুর গ্রামের হাশেম মিয়ার দুই ছেলে নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়ির উঠানে বিদ্যুৎ সংযোগের একটি তার ছিঁড়ে পড়ে ছিল। সকালে ঘুম থেকে উঠে উঠানে আসেন নূরু মিয়া। এ সময় তিনি ওই ছিঁড়ে থাকা তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে ছুটে যান বড় ভাই ফজলু মিয়া তিনিও একইভাবে তড়িৎাহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সহোদর দুই ভাইয়ের এমন অস্বাভাবিক ও হৃদয়বিদারক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ উদ্দিন ও হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বিদ্যুৎস্পৃষ্ট দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মরদেহ বর্তমানে হোসেনপুর থানায় রয়েছে।



