তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কম্বল বিতরণ করলেন ব্যারিস্টার মো. আতিকুর রহমান
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে অসহায়-দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার মো. আতিকুর রহমান।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে জেলা শহরের আখড়াবাজার ব্রিজসংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে শতাধিক অসহায় নারী-পুরুষের হাতে
এ কম্বল তুলে দেওয়া হয়।
একজন শীতবস্ত্রপ্রাপ্ত বৃদ্ধা আমেনা খাতুন বলেন, এখানে শীত অনেক কষ্ট দেয়। কেউ খোঁজ নেয় না। আজ কম্বল পেয়ে মনে হচ্ছে অন্তত শীতটা শান্তিতে কাটবে।
ভ্যানে চালক রবিউল ইসলাম বলেন, সারাদিন ভ্যানে ঘুরে ঠান্ডায় কাঁপতে হয়। নিজের জন্য নতুন কম্বল কেনার সামর্থ্য নেই। এই কম্বলটা আসলে আমার মতো মানুষের জন্য অনেক বড় সহায়তা।
ব্যারিস্টার মো. আতিকুর রহমান বলেন, দলের শীর্ষ নেতার জন্মদিনকে অর্থবহ করতে তারা নিজেরাই ব্যক্তিগত সঞ্চয় থেকে এই আয়োজন করেছেন। মানুষের জন্য কিছু করতে পারাই আসলে বড় তৃপ্তি। জন্মদিন উদযাপনকে তারা মানুষের উপকারের মাধ্যমে স্মরণীয় করে রাখতে চেয়েছেন।



