একই দিনে নির্বাচন-গণভোটের দাবি অযৌক্তিক: আকন্দ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
বিএনপি ইচ্ছাকৃতভাবে গণভোটকে অকার্যকর করার উদ্দেশ্যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের দাবি তুলছে—এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি বলেন, এ দাবি বাস্তবসম্মত নয় এবং কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকার নেহাল পার্কে জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা এবং তাদের পাস করা আইনকে স্বীকৃতি দেওয়ার একমাত্র পথ হলো গণভোট। বিএনপি এ মৌলিক বিষয়ে রাজি নয়। তিনি অভিযোগ করেন, একটি দলের একগুঁয়েমি ও হটকারিতার কারণেই দেশ স্বৈরাচারী পরিস্থিতির দিকে যাচ্ছে। এই অবস্থায় দেশকে সুরক্ষার জন্যই ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হওয়া উচিত। তা না হলে অন্যান্য ইসলামী দলকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ইসলামী দলসমূহ বিপুল ভোটে বিজয় অর্জন করবে এবং স্বৈরাচারের অবসান ঘটাবে বলে তিনি বিশ্বাস করেন।
জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় এবং জেলা আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন নায়েবে আমির মাওলানা আজিজুল হক, কিশোরগঞ্জ-১ আসনের প্রার্থী মোসাদ্দেক ভূঁইয়া, কিশোরগঞ্জ-২ এর প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ-৩ এর প্রার্থী প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান, কিশোরগঞ্জ-৪ এর প্রার্থী মো. রোকন রেজা শেখ, কিশোরগঞ্জ-৬ এর প্রার্থী মাওলানা কবির হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সাঈদ বিন হাবিবসহ অনেকে।
সম্মেলনে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৭৫০ জন রুকন উপস্থিত ছিলেন।



