Logo
Logo
×

সারাদেশ

শেরপুরসহ বগুড়ায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাঞ্চল

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম

শেরপুরসহ বগুড়ায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাঞ্চল

বগুড়ার শেরপুর, ধুনট, শাজাহানপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে শক্তিশালী একটি ভূমিকম্প। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ কয়েক সেকেন্ডের দোলায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নেন।

আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস ও ইএমএসসি EMSC জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে ৫.৭। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদী অঞ্চলের নিকটে, ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের উৎপত্তিস্থল তুলনামূলক কাছে হওয়ায় বগুড়ার শেরপুরে কম্পনটি বেশ তীব্রভাবে টের পাওয়া যায়।

শেরপুর শহর, হাসপাতাল রোড, গাড়ীদহ, মির্জাপুর, ভবানীপুর, কুসুম্বীসহ বিভিন্ন এলাকায় মানুষ ভবন দুলতে দেখে আতঙ্কে বাইরে বের হয়ে আসে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈন উদ্দিন জানান ,পরিস্থিতি স্বাভাবিক আছে। জনসাধারনকে আতংকিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

বগুড়া ফায়ার সার্ভিস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, মাঠ পর্যায়ে কোনো ক্ষতির খবর মেলেনি। যদি কোথাও ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায় তবে আমাদের জানালে দ্রুত ঘটনাস্থলে যাব।

স্থানীয়রা জানান, আচমকা জোরে শব্দের মতো অনুভূতি হয়ে মাটি কেঁপে ওঠে এবং প্রায় ৫–৬ সেকেন্ড স্থায়ী হয়।

এদিকে ভূমিকম্প অনুভূত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি মুহূর্তেই আলোচনায় আসে। অনেকে নিজেদের ঘরবাড়ির ভিডিও ও অভিজ্ঞতা শেয়ার করেন।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের ভূ-তাত্ত্বিক অবস্থান বিবেচনায় মাঝারি মাত্রার এই ধরনের ভূমিকম্প ভবিষ্যৎ পরিকল্পনা ও সচেতনতার জন্য গুরুত্বপূর্ণ সংকেত।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন