Logo
Logo
×

সারাদেশ

আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:৪৩ এএম

আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ

মৎস্য বিভাগের সনদ অনলাইন না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে রপ্তানিকারকরা মাছ ও শুঁটকি রপ্তানির বিল অব এন্ট্রি করতে না পারায় কার্যক্রম সম্পূর্ণ স্থগিত হয়ে যায়। ব্যবসায়ীদের দাবি—জটিলতা দ্রুত না কাটলে প্রতিদিন অন্তত দেড় কোটি টাকার রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হবে।

তথ্য অনুযায়ী, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০ থেকে ৭০ টন হিমায়িত রুই, কাতল, পাঙ্গাস, তেলাপিয়া ও পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছ ভারতে রপ্তানি হয়। প্রতি কেজি মাছ ২.৫ মার্কিন ডলারে রপ্তানি করা হয়। এতদিন মৎস্য বিভাগ এসব রপ্তানির জন্য প্রয়োজনীয় সনদ ম্যানুয়ালি দিয়ে আসলেও গত ১৩ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সনদ অনলাইনে দেওয়ার নির্দেশনা দেয়। কিন্তু মৎস্য অধিদপ্তর সেই ব্যবস্থা কার্যকর না করায় বৃহস্পতিবার থেকে রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ জানান, বন্দরের মোট রপ্তানি আয়ের সবচেয়ে বড় অংশ আসে মাছ রপ্তানি থেকে। এনবিআরের নির্দেশনা অনুসারে সনদ অনলাইন না করায় এখন ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। তিনি বলেন, জটিলতা নিরসন না হলে প্রতিদিন দেড় কোটি টাকার রপ্তানি ব্যাহত হবে। এতে সরকারের রেমিট্যান্স আয়ও কমে যাবে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন বলেন, এনবিআরের নির্দেশনার বিষয়টি তাঁদের অজানা ছিল। তিনি আরও জানান, গতকালই নির্দেশনার বিষয়টি জানতে পেরেছি। আজই মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সমস্যার দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন