Logo
Logo
×

সারাদেশ

পলাশের ডাঙ্গায় সিমেন্ট ফ্যাক্টরীতে হামলার সাড়ে চারমাস পর মামলা প্রত্যাহার

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম

পলাশের ডাঙ্গায় সিমেন্ট ফ্যাক্টরীতে হামলার সাড়ে চারমাস পর মামলা প্রত্যাহার

ছবি : সংগৃহীত

নরসিংদীর পলাশের ডাঙ্গায় "কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড" সিমেন্ট ফ্যাক্টরীতে হামলার ঘটনায় স্থানীয় যুবদল নেতা মনিরুজ্জামান ওরফে মনির হোসেনকে প্রধান আসামী করে দায়েরকৃত মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নরসিংদী প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে মামলাটি প্রত্যাহারের কথা জানান কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড এর হেড অব লিগ্যাল এন্ড রেগুলেটারী এফিয়াসের সেক্রেটারী মোঃ লিপন হোসেন এসিএস। 

তিনি জানান, চলতি বছরের ৩ জুলাই পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত "কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড" এর ফ্যাক্টরিতে নদীপথে এসে একদল দুষ্কৃতকারী অতর্কিতভাবে হামলা চালায়। এসময় কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি করাসহ কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের আহত করা হয়।

এ ঘটনার প্রাথমিক অবস্থায় সঠিক তথ্যের অভাবে এবং কিছু ভুল তথ্যের ভিত্তিতে ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনির হোসেনকে প্রধান আসামী করে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড এর পক্ষে মো. নুরুল ইসলাম খন্দকার বাদী হয়ে পলাশ থানায় মামলাটি করেছিলেন।

পরবর্তীতে ঘটনাটি তদন্ত ও পর্যালোচনা করে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কর্তৃপক্ষ উপলব্ধি করেন, মামলায় যাদের আসামী করা হয়েছিল, তাদের অধিকাংশ এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন না। ভিডিও ফুটেজসহ অন্যান্য প্রমাণাদি বিশ্লেষণের মাধ্যমে স্পষ্ট হয়, স্থানীয় কিছু দুষ্কৃতকারীর মিথ্যা তথ্যের ভিত্তিতেই এই মামলাটি হয়েছিল।

লিপন হোসেন বলেন, মানবিক ও ন্যায়সঙ্গত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেন কারখানা কর্তৃপক্ষ। যুবদল নেতা মনির হোসেন সহ যাদের বিরুদ্ধে মিথ্যাভাবে অভিযোগ আনা হয়েছিল, তাদের নিকট সাংবাদিকদের মাধ্যমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন কারখানা কর্তৃপক্ষ। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হওয়াটা অনিচ্ছাকৃত এবং অনভিপ্রেত বলে জানান তিনি।

তবে এ ঘটনায় পুরো মামলা তুলে নেয়ার পেছনে কোন চাপ আছে কী না সে বিষয়ে সদুত্তর দিতে পারেননি লিপন হোসেন।

উল্লেখ্য, চাঁদা না দেয়ায় গত ৩ জুলাই শীতলক্ষ্যা নদী দিয়ে স্পীডবোট যোগে গিয়ে কারখানায় হামলা ও গুলির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় যুবদল নেতা মনির হোসেনকে আসামী করে মামলা হলে গ্রেপ্তার ও দলীয় পদ থেকে বহিষ্কার হয় মনির হোসেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন