Logo
Logo
×

সারাদেশ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর

ছবি : সংগৃহীত

দুর্বৃত্তরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের দরজা, জানালা, আসবাবসহ বিভিন্ন মালপত্র ভাঙচুর করে।

কিশোরগঞ্জের হাওর বেষ্টিত মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন বিএনপি নেতাকর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এই ঘটনা ঘটে। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশে সন্তুষ্টি জানিয়ে মিঠামইন উপজেলা বিএনপি আনন্দ মিছিল বের করে। মিছিলে প্রায় ৬০-৭০ জন নেতা-কর্মী অংশ নেন।

মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে অগ্রসর হলে জেলা বিএনপির সাবেক সদস্য আলমগীর শিকদারের নেতৃত্বে ২০-২৫ জন কর্মী সাবেক রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে হঠাৎ হামলা চালায়। দুর্বৃত্তরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের দরজা, জানালা, আসবাবসহ বিভিন্ন মালপত্র ভাঙচুর করে।

এই ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একই সময়ে উপজেলা যুবলীগ নেতা কায়সার আহমেদ পাভেলের বাড়িতে ঢিল ছোড়া হয়, তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ওসি আলমগীর কবির বলেন, "বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থান নিয়েছে।"

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন