হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক, আদালতে প্রেরণ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি :
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম
ছবি : সংগৃহীত
কুমিল্লার হোমনায় পল্লী বিদ্যুৎ সমিতি–৩ এর একটি ১৫ কেভিএ ট্রান্সফরমার চুরির সময় স্থানীয়রা মোঃ এনামুল হক ইতি (৫৪) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে। পরে পল্লী বিদ্যুৎ হোমনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মৃণাল কান্তি চৌধুরী বাদী হয়ে হোমনা থানায় এজাহার দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
এজাহার সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর ২০২৫ তারিখ রাত ২টা ৩০ মিনিটে অভিযোগকেন্দ্রে ফোনে খবর আসে—ঘারমোড়া ইউনিয়নের ফতেরকান্দি গ্রামে রাস্তার পাশে স্থাপিত পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি হচ্ছে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এনামুল হক ইতিকে ট্রান্সফরমারসহ আটক করে, যদিও তার সহযোগীরা পালিয়ে যায়।
খবর পেয়ে জোনাল অফিসের লাইন টেকনিশিয়ান মোঃ বেলাল হোসেন ও জসিম সরকার ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ট্রান্সফরমারটি সনাক্ত করেন। সিরিয়াল নম্বর ২০১৬-১৫-১৫৬৯৭-টি.ভি এবং আনুমানিক মূল্য ৮৪,৯৪১ টাকা।
জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সত্যতা স্বীকার করলেও সহযোগীদের নাম এড়িয়ে যায়। আটক হওয়ার সময় ধস্তাধস্তিতে সামান্য আঘাত পেলে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।পুলিশ প্রতিবেদনে বলা হয়, তদন্ত না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে রাখা প্রয়োজন; জামিনে মুক্তি পেলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে।
পল্লী বিদ্যুৎ হোমনা জোনাল অফিসের ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী বলেন“সরকারি সম্পদ রক্ষায় স্থানীয়দের ভূমিকা প্রশংসনীয়। গত মাসে ও পাঁচটি ট্রান্সফরমার চুরি হয়েছে; এভাবে চলতে থাকলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।”
হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন “স্থানীয়দের সহায়তায় মূল চোরকে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। সহযোগীদের গ্রেপ্তার এবং চক্রটি শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।”



